প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা একমাত্র নাটক ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন তৌকির আহমেদ, এ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
অসম প্রেমের গল্পে নির্মিত নাটকটিতে বোনের বিয়েতে প্রিয়ন্তীর বোনের দেবর বাহারের (এ্যালেন শুভ্র) সাথে খুব একচোট হয়ে গিয়েছিল প্রিয়ন্তীর (শাহনাজ সুমী)। এরপর পরবর্তীতে বাহার রাগ মিটিয়ে, খুবই কাছে চলে আসে প্রিয়ন্তীর। যেদিন বাহার মনের কথাটি বলতে গেল সেদিনই জানতে পারেÑ অন্য কোথাও প্রিয়ন্তী অনেক আগেই মন দিয়ে বসে আছে। আর সে বড়ই অসম প্রেম। প্রিয়ন্তী যে মানুষটির সাথে অসপ্রেমে জড়িয়ে আছে সেই মানুষটি আবু মূসা (তৌকীর আহমেদ)। দূরে সরে যায় বাহার। সবাই অসম প্রেমের ব্যাপারটা জেনে ফেলে। এর কারণ হিসেবে চরম বিপর্যয় নেমে আসে প্রিয়ন্তীর জীবনে…।
প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে।