নিজস্ব প্রতিবেদক ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভাগের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহনে কম্পিউটার বিষয়ের উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বৈদ্যপাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সাল। এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সরকারী সরকারী প্রতিষ্ঠানগুলোর সেবা জনগনের দোড় গড়ায় কীভাবে পৌছানো যায় সে লক্ষ্য নিয়েই সরকারী কর্মকর্তাদের কাজ করার আহবান জানান হয়। তাছাড়া বর্তমান সময়ে সরকারী কাজ-কর্ম সহ বিভিন্ন প্রয়োজনে সরকারী কর্মকর্তাদের অনলাইন কার্যক্রম ক্রমাগত দিন দিন বেড়েই যাচ্ছে। যার ফলে এ সকল ক্ষেত্রে মড়ড়মষব, ুধযড়ড়, ভধপবনড়ড়শ, ঃরিঃঃবৎ সহ অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার চালু হওয়ার কারনে, অনলাইন নির্ভর মাধ্যমগুলো ব্যবহার করে সরকারী কর্মকর্তারা তাদের সেবার মান আরো বৃদ্ধি করে সাধারন সেবা গ্রহীতার কাছে পৌছে দেয়ার লক্ষ্যেই মূলত এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভাগের বিভিন্ন সরকারী দপ্তর থেকে ২৫ জন কর্মকর্তা কর্মশালায় অংশ গ্রহন করে।