নিজস্ব প্রতিবেদক ॥ অনলাইন নিউজ পোর্টাল রির্পোট একাত্তরের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ৩য় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রির্পোট একাত্তরের প্রকাশক ও সম্পাদক সাঈদ পান্থের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটান পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. এস এম ইকবাল, সাবেক সাধারন সম্পাদক লিটন বাশার, দৈনিক যুগান্তরের বরিশাল বুরে্যা প্রধান আকতার ফারুক শাহিন, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম, রাহাত আনোয়ার হাসপাতালের ডা. আনোয়ার হোসেন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান হাওলাদার, কাজল ঘোষ, বেলায়েত বাবুল, রির্পোট একাত্তরের সম্পাদক মন্ডলীর সভাপতি তৌফিক রনি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষসহ বরিশালের বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও রিপোর্ট একাত্তরের পরিবারবর্গ। এসময় অতিথিরা অনলাইন নিউজ পোর্টাল রির্পোট একাত্তরের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি বরিশাল কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ জুবায়ের আহম্মেদ।