নিজস্ব প্রতিবেদক ॥ আমি প্রকৃতির – প্রকৃতি আমার এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ সম্মিলিত উদযাপন পর্ষদ বরিশাল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর বিএম স্কুলকে পরিবেশ বান্ধব করার লক্ষ্যে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ সম্মিলিত উদযাপন পর্ষদের পক্ষে আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশবান্ধব জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএম স্কুলের প্রধান শিক্ষক মোঃ লুতফুর রহমান, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, রফিকুল ইসলাম, অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, হাসিনা বেগম নীলাসহ উদযাপন পর্ষদের নেতৃবৃন্দ।
(Visited ২ times, ১ visits today)