রির্পোট: আনমোনা মেহেদী.
নাগরিক সাংবাদিক, পিপিপি, পটুয়াখালী.
পটুয়াখালীতে বেড়ে যাচ্ছে নেশার প্রতি কিশোর তরুণ যুবা’র অার্কষণ । নেশার টাকা জোগাতে বেড়ে যাচ্ছে ছিনতাই, চাঁদাবাজি জাতীয় সামাজিক অপরাধ প্রবনতা। পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই ক্ষতির সম্মুখীন। সময় এসেছে জেগে ওঠার।
এলাকা ভিত্তিক ওয়ার্ড কমিশনার ও মেম্বার গন নিয়মিত তদারকির মাধ্যমে এলাকার বাসিন্দা ও তরুন সেচ্ছাসেবীদের নিয়ে প্রতি মাসে সভা করে মত বিনিময়ের মাধ্যমে সমস্যা নিরসনে সামাজিক কাজগুলো ত্বরান্বিত করে নগর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হতে পারবে বলে মনে করি। ফিরে আসুক পথভ্রস্ট কিশোর-তরুন- যুবা।
সুন্দর হোক সমাজ, সমৃদ্ধ হোক আমাদের পটুয়াখালী।
(Visited ১৯ times, ১ visits today)