সাংবাদিকদের সম্মানে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ জুন নগরীর সদর রোডস্থ রয়েল রেঁস্তোরায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বরিশারে সর্বস্থরের সাংবাদিকরা অংশ নেওয়ায় সেখানে সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল এবং অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছিলেন- বরিশাল পেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইত্তেফাক ব্যুরো লিটন বাশার, সাবেক সাধারণ সম্পাদক সমকাল ব্যুরো পুলক চ্যাটার্জী, যুগান্তর ব্যুরো আক্তার ফারুক শাহীন, পরিবর্তন পতিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ আরও অনেকে। ইফতার অনুষ্ঠানে এবায়েদুল হক চাঁন বলেন, আমি মরে যাওয়ার পরেও যেন সাংবাদিকদের সন্মানে এই ধরনের ইফতারের আয়োজন করা হয় সেজন্য তার পুত্র সন্তানদের বলে রেখেছেন।