রমজান চলাকালে তিউনিসিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। তিউনিশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিজের্তে শহরে এ ঘটনা ঘটেছে।
জনসম্মুখে অভদ্র আচরণের দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আদালতের এমন রায় ব্যক্তিগত স্বাধীনতাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।
রমজান মাসেও যেন প্রকাশ্যে পানি ও খাবারদাবার গ্রহণ করা যায় এই দাবি আদায়ে রোববার বহু মানুষ রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছে। প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অ্যামনেস্টি বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার। বিবিসি বাংলা।