সারাদিন কী খেলেন, কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন, কী কী করলেন যাবতীয় খুঁটিনাটি বন্ধুদের সঙ্গে ফেসবুকে শেয়ার না করা পর্যন্ত যেন শান্তি পাওয়া যায় না। কিংবা বন্ধুদের হাঁড়ির খবর, কে কী করল তা জানাটাও অনেকের কাছে নেশার মতো।
ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আসক্ত হয়ে পড়ছেন। ফেসবুকও চাহিদা মতো কিংবা চাহিদার থেকেও বেশি ফিচার্স প্রতিনিয়ত চালু করছে। আবারও একটি নতুন ফিচার্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক।
তবে ফেসবুকের এই ফিচার্সকে নতুন না বলে, পুরনো ফিচার্সকে আরও নতুনভাবে নিয়ে আসা বলা যেতে পারে। কিন্তু কোন ফিচার্স? এতদিন অনেকেই ফেসবুকে গ্রুপ ফিচার্স ব্যবহার করেছেন। এই ফিচার্সটি এতদিন তেমন বিস্তৃত পরিসরে ছিল না। এবার এ গ্রুপ ফিচার্সকেই আরও বিস্তৃতভাবে ব্যবহারকারীদের কাছে নিয়ে আসছে ফেসবুক।
গ্রুপ ফিচার্সের মধ্যে এবার ফানি, ফুড, স্পোর্টস প্রভৃতি বিষয় যোগ হতে চলেছে। এছাড়া আরও অনেক নতুন নতুন আকর্ষণীয় বিষয় আনছে ফেসবুক।