বৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সৌম্য সরকারের ভাতিজাকে অপহরণ!

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১৫, ২০১৭ ২:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের ভাতিজা সুমন ও লিটু নামের অপর একজনকে অপহরণের পর দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে সাতক্ষীরা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পেছনে ক্যান্টিনে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত সুমন বিশ্বাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হরিদাশ বিশ্বাসের ছেলে। ক্রিকেটার সৌম্য সরকারের ভাতিজা। অপর অপহৃত যুবক লিটু সুমনের বন্ধু।

বর্তমানে মৃত্যু ভয়ে আতঙ্কিত পরিবারটি কোনোভাবেই ঘটনাটি প্রকাশ করতে চায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সৌম্য সরকারের পরিবারের এক সদস্য জাগো নিউজকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনে একটি মোটরসাইকেলে সুমন, লিটু ও অপর এক সাতক্ষীরার স্থানীয় ছেলে ছিল। অতর্কিতভাবে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক রবিনসহ অজ্ঞাত তিনজন তাদের জিম্মি করে। এরপর সাতক্ষীরার স্থানীয় ছেলেকে ছেড়ে দিয়ে সুমন ও লিটুকে একটি ভাড়া করা প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যায়। রবিন শহরের ডেনাইট কলেজ এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা।

তিনি আরও বলেন, এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একটি ঘরের মধ্যে নিয়ে তাদের আটকে রাখে। সঙ্গে থাকা মোটরসাইকেলটিও আটকে রাখে তারা। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দুই লাখ ৮০ হাজার টাকা দেয়ার পর বন্দিদশা থেকে মুক্তি দেয়া হয় সুমন ও লিটুকে। রাত সাড়ে ৯টার দিকে শহরের মধ্যে প্রাইভেটকার থেকে নামিয়ে দেয়া হয় তাদের।

এদিকে ভয়ে আতঙ্কিত অপহৃতের গোটা পরিবার। সুমন সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। বর্তমানে গ্রামের বাড়িতে রয়েছেন। তিনি ফ্রিল্যান্সিং ব্যবসার সঙ্গে জড়িত।

তবে এ বিষয়ে অভিযুক্ত রবিন নিজেকে জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক দাবি করে বলেন, সুমন নামের ছেলেটি অনলাইনে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়। এমন ঘটনা আমাদের ছাত্রলীগের এককর্মীর সঙ্গে ঘটিয়েছে। পরবর্তীতে বিষয়টি আমাদের জানালে তাকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা শহরের পলাশপোল এলাকার অ্যাডভোকেট তামিম হোসেন সোহাগের বাসায় নিয়ে যাওয়া হয়। তবে তার কাছ থেকে টাকা নেয়া বা চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। আমাদের সঙ্গে মোস্তফা নামের অপর আরেকজন ছিলেন।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন বলেন, রবিন জেলা ছাত্রলীগের কমিটির দফতর সম্পাদক ছিলেন। তবে বর্তমানে রবিন তাঁতী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন।

তবে অপহরণের পর মুক্তিপণ নেয়ার বিষয়টি অস্বীকার করে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তামিম হোসেন সোহাগ বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মীমাংসা করা হয়। এছাড়া কিছু ঘটেনি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জাগো নিউজকে বলেন, এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। আপনার মাধ্যমেই জানলাম। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন ইউসিবির এমডি মুহাইমেন

লাইট হাউস কনসোর্টিয়াম এর আয়োজনে এইচআইভি/এইডস এমএসএম ও হিজড়াদের মানবাধিকার যৌনকাজ সম্পর্কে সভা।।

রানাসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরু

বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

সমুদ্রের পানিও শুষে নিল ঘূর্ণিঝড় ‘ইরমা’!

চিন্তায় মননে মুক্তিযুদ্ধ” প্রত্যায়কে ধারন করে বরিশালে আন্তঃ আসর দেয়ালিকা প্রতিযোগীতা উৎসব ২০২০

বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ধানমণ্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার

৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা