হলিউডের রুপালি পর্দার তারকা অ্যাঞ্জেলিনা জোলি তার ভক্তদের কাছে স্বপ্নের তারকা হলেও, তার প্রতিবেশিদের কাছে নাকি সাক্ষাৎ এক দুঃস্বপ্নের নাম। মার্কিন গণমাধ্যম অনলাইন রাডারের নিকট এমন অভিযোগই করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জোলির এক প্রতিবেশি।
জানা গেল, দীর্ঘদিনের প্রেমিক ও স্বামী ব্রাডপিটের সাথে ছাড়াছাড়ির পর ২৫ মিলিয়ন ব্যয়ে লস এঞ্জেলসের লস ফেলিজে একটি নতুন বাড়ি কেনেন জোলি। সম্প্রতি তার ৬ সন্তানকে নিয়ে সে বাড়িতেই বসবাস করা শুরু করছেন এই অভিনেত্রী।
আর সেখানেই জোলির প্রতিবেশি জানান সারাক্ষণ নানা রকম শব্দ হতেই থাকে জোলির বাড়ির আঙ্গিনায়। এবং প্রচুর পরিমাণ গাড়ির আনাগোনায় নাকি সারাক্ষণ জ্যাম লেগে থাকে বাড়ির সামনে। সব মিলিয়ে প্রতিবেশির অভিযোগ, জ্বালিয়ে মারছেন জোলি!
তিনি আরও দাবি করেন, এই এলাকায় জোলি ছাড়া হলিউডের আরও অনেক তারকাই থাকেন। কিন্তু ওই এলাকায় জোলিকে নিয়ে মাতামাতিটা একটু বেশিই হয়। যা সহ্যের সীমা ছাড়িয়ে যায়।