বুধবার , ১৪ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ‘বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১৪, ২০১৭ ১:১৯ পূর্বাহ্ণ

জহিদুল ইসলাম ।।

বরিশালে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় আজ বিকেলে নগরীর অভিজাত আবাসিক হোটেল গ্রান্ড পার্কের বল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল এবং দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সাইদুর রহমান রিন্টু। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। এছাড়া বরিশালের শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, এনজিও সংগঠক, ঠিকাদার, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পদ্মা সেতু, পায়রা সমূদ্র বন্দর, পায়রা বন্দর পর্যন্ত রেললাইন, কুয়াকাটা পর্যটন কেন্দ্র ঘিরে বরিশাল অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্রগুলো তুলে ধরেন। একই সাথে তারা বিনিয়োগের অন্তরায় প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে বরিশালে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি