নিজস্ব প্রতিবেদক ॥ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশাল বিভাগের অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সর্ববৃহত সংগঠন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেল ৫ টায় নগরীর পুলিশ লাইন রোডের অভিজাত রেস্তোরা রিভার ক্যাফে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দখিনের মুখ’র সম্পাদক লিটন বাশার, সাবেক যুগ্ম-সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন’র প্রকাশক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহীদুল্লাহ, সাবেক প্যানেল মেয়র সৈয়দ গোলাম মাহবুব, রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক লুৎফ এ আলম, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদ’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এন পলাশ, দৈনিক আজকের বরিশাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম শাহীন. সময়ের আলো ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ মাসুদ রানা, অনলাইন বরিশাল বানী বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাহে রমজানের গুরুত্বপূর্ন শীর্ষক আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা আব্দুল ওহাব। বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরিশাল বাণী ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ। ইফতার মাহফিলে সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও শুভাকাঙ্খি অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কর্মকান্ড ও দক্ষতা প্রকাশের মাধ্যমে বরিশাল বিভাগে অনলাইন গণমাধ্যমের সর্ববৃহৎ সংগঠনে পরিনত হয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। তবে অনলাইনে সংবাদ প্রকাশে আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনলাইনের প্রতি পাঠকদের আস্থা আরো সুদৃঢ় করার আহবান জানানো হয়।