সাজ্জাদ খোশনবীশ.
টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও অর্থমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র সাথে গত (১৩ জুন) মঙ্গলবার ন্যাম ভবনে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির এক সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে ড. মো: আব্দুর রাজ্জাক এম. পি ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটিকে উদ্দ্যেশ্য করে বলেন, ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস এখন সময়ের দাবী। একজন টাঙ্গাইলবাসী হিসেবে আমিও এই দাবীর সঙ্গে একমত। দাবীটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বয়েছে। জয়দেবপুর হতে টাঙ্গাইল যমুনাসেতু পূর্ব পর্যন্ত দ্বিতীয় রেললাইন টানার কাজ শুরু হয়েছে। বর্তমান জনবান্ধব সরকার টাঙ্গাইলবাসীর এই ন্যায্য দাবী বাস্তবায়নে বদ্ধপরিকর। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন এম.পি, ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মো: লুৎফুল্লাহ, সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম-আহবায়ক আকিবুর রহমান ইকবাল, মো: রফিকুল ইসলাম রিপন, নাজমুজ সালেহীন, নাসরিন জাহান খান বিউটি, সাইদুল ইসলাম খান মিন্টু, ডা: জহিরুল ইসলাম জহির প্রমুখ।