আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে কর ফাঁকির মামলা বিচারাধীন। এরই মধ্যে নতুন খবর এল; এবার মেসির প্রধানমন্ত্রী পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চায়ানো রোনালদোর বিরুদ্ধেও কর ফাঁকির মামলা হয়েছে। মেসির মতোই রোনালদোর বিরুদ্ধে মামলা হয়েছে স্পেনের আদালতে।
স্পেনের সরকারি আইনজীবীদের দাবি, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদো স্পেন সরকারকে সাড়ে ১৬ মিলিয়ন বা এক কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের কর ফাঁকি দিয়েছেন। তিনি তার ইমেজ রাইটস বা ব্যক্তিগত ইমেজের প্রচারস্বত্ব থেকে যে অর্থ আয় করেছেন; তা লুকানোর জন্য ‘বিশেষ ধরণের একটি ব্যবসায়িক কাঠামো’ ব্যবহার করেছেন।
গত বছর ডিসেম্বরে ফাঁস হওয়া নথিতে দেখা যায়, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে রোনালদো বিদেশের ব্যাংক একাউন্টে টাকা পাচার করেছেন।
তবে গত মাসে রোনালদোর এজেন্টের একজন মুখপাত্র মিডিয়াকর্মীদের জানান, কর ফাঁকির এই তদন্ত নিয়ে তারা উদ্বিগ্ন নন, কারণ রোনালদোর লুকোনোর মতো কিছু নেই।
এদিকে, কর ফাঁকির অভিযোগের তদন্ত নিয়ে একজন পর্তুগিজ সাংবাদিকের প্রশ্নে জবাবে রোনালদো বলেন, ‘যার লুকানোর কিছু নেই তার কোনো ভয়ও নেই।’
প্রসঙ্গত, ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্যানুসারে ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ।বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে গত বছর মোট ৯ কোটি ৩০ লাখ ডলার আয় করেছেন তিনি।