ছবিতে যাকে দেখছেন তার নাম সুকান্ত ঘোষ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০১৩ সিরিজের মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর ছাত্র। বাড়ী সাতক্ষীরা জেলার তালা উপজেলা।
তার জীবনটা বর্তমানে তার হাতে থাকা প্রদীপটার মতই বিশ্বাসহীনভাবে জ্বলছে। তার ব্রেনের প্রায় ৮০ শতাংশ ভাইরাল এনকেফেলাইটিস নামক ভাইরাস দ্বারা আক্রান্ত। বর্তমানে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছে।
ডাক্তার বলছে ৬ মাস নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং খরচ হবে প্রায় ৬০ লক্ষ টাকা। প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৪৫ হাজার টাকা। গ্রামের কৃষি নির্ভর পরিবার তার। তার পরিবারের পক্ষ থেকে কোন ভাবেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের কাছে যা আছে তার সর্বস্ব দিয়ে বাঁচানো হল এতদিন। বিশ্ববিদ্যালয় থেকে এর মধ্যেই সংগ্রহ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। সম্পূর্ন টাকার তুলনায় যা খুবই সামান্য এবং এখনও টাকা তোলা চলছে। পুরো টাকাটা শুধুমাত্র আমাদের পক্ষে তোলা সম্ভব নয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বি.এম. কলেজে প্রচারণা চালিয়ে সেখানকার শিক্ষার্থীদের সহায়তায় বেশ কিছুটা আর্থিক সাহায্য পেয়েছি আমরা। এবারে আমি বরিশালের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি সুকান্তের জন্য। তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেন আপনারাই। তাকে ফিরিয়ে আনতে পারে আপনাদের উদার মানসিকতা আর সামান্য আর্থিক সহযোগিতা। নিজে যদি নাও পারি তাহলে শেয়ার করি, ছড়িয়ে দেই নিজেদের বন্ধুর কাছে, কাছের মানুষগুলোর কাছে। হারিয়ে যেন না যায় সুকান্ত, আপনার-আমার সামান্য অবহেলায়।
বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল নাম্বার)
১) 01675-503737
২) 01672-844102
৩) 01914-554960
৪) 01925-674461
৫) 01717-998118
ডিবিবিএল (DBBL mobile banking):
১) 01710-3510864
২) 01988-8313416
প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ ashraf.sadi@gmail.com
যারা পাঠাবেন প্লীজ তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন
” Fund For Sukanta”.
ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ
Account name: Subroto Kumar Ghosh
Online Acc. No.: 100082302
ACCOUNT NUMBER: 8230
Rupali Bank LTD. RUET Branch.
Account name: Subarto Kumar Ghosh
ACCOUNT NUMBER: 1351510140903
SWIFT Code: DBBLBDDH
DUTCH BANGLA BANK, RAJSHAHI BRANCH , BANGLADESH