চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ৷অপ্রত্যাশিত হলেও অস্ট্রেলিয়ার বিদায়ে শেষ চারে পৌঁছে গিয়েছে মাশরাফি মোতার্জারা৷ আর গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বিরাটবাহিনী৷
বৃহস্পতিবার এজবাস্টনে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ভারত ও বাংলাদেশ৷ নিউজিল্যান্ডের বিরদ্ধে দুরন্ত জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা৷ তবে ভারতের বিরুদ্ধে চাপমুক্ত হয়েই নামতে চান বাংলাদেশ অধিনায়ক৷ সোমবার মোর্তাজা বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হব, এমনটা কেউ আশা করছে না৷ সুতরাং আমাদের ছেলেরা চাপমুক্ত হয়েই ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে৷ আশা করি আমরা ভালো করব৷’
লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও অস্ট্রেলিার বিরুদ্ধে বৃষ্টি এক পয়েন্ট এনে দেয় মোর্তাজাদের৷ শেষ ম্যাচে কিউইদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আশা জাগিয়ে রাখে তারা৷ পরের দিন ইংল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ে শেষ চারে পৌঁছে যায় বাংলাদেশ৷