পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অজ্ঞানপার্টির ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগ ও সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। শনিবার রাতে রাজধানীর জুরাইন, মগবাজার মোড়, ফকিরাপুল ও মৌচাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— মো. মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. ইদ্রিস ব্যাপারী, মো. খোকন মোল্লা, মো. আবুল কালাম মিয়া, মো. বাবলু পাটোয়ারী, মো. শাহ্ আলম শেখ, মো. আব্দুল মান্নান, মো. রিপন, মো. শরিফ, মো. হুমায়ূন কবির, আব্দুর রহমান, ইউনুস মিয়া, মো. শ্যামল ও মামুনুল ইসলাম।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।
তিনি বলেন, গ্রেফতাররা চেতনানাশক ট্যাবলেট বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন— ডাবের পানি, খেঁজুর, চা, কফি ও তরল দ্রব্যের সাথে মিশিয়ে নিজেদের হেফাজতে সংরক্ষণ করে। পরে তারা যাত্রী বেশে বিভিন্ন গণপরিবহনে হকারবেশে ওঠে। তাছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জন সমাগমস্থলে নিরীহ যাত্রী বা পথচারীদের মধ্যে কোন ব্যক্তিকে টার্গেট করে তার সাথে সখ্যতা গড়ে তোলে। সখ্যতার একপর্যায়ে তাদের পূর্বে প্রস্তুত খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার টার্গেট ব্যক্তিকে কৌশলে খাইয়ে অজ্ঞান করে টাকা পয়সা ও মূল্যবান দ্রব্যসহ সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে চেতনানাশক তরল পদার্থ মিশ্রিত খেঁজুর ও বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানান ডিবির যুগ্ম-কমিশনার।