বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া।
গিয়াসউদ্দীনকে আগামী চার বছরের জন্য এ নিয়োগ দিয়ে রবিবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবর রহমানের মেয়াদ গত ১৯ মার্চ শেষ হয়। এরপর থেকে এ পদটি খালি ছিল।
নিয়োগের আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির আগেই এই আদেশ বাতিল করতে পারবেন।
(Visited ২ times, ১ visits today)