ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল আবারো ঢাকায় গাইতে আসছেন। কনসার্টের শিরোনাম ‘শ্রেয়া ঘোষাল: লাইভ ইন ঢাকা’। এর আয়োজক ক্রিয়েশন মাল্টিমিডিয়া। বসুন্ধরা কনভেনশন হলের নবরাত্রী হলে আগামী জুলাইয়ের মাঝামাঝি এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টে বাংলাদেশেরও একাধিক শিল্পী গান করবেন। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার টাকা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
এছাড়া চলতি বছরে বিপিএল–এর উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইতে আসতে পারেন শ্রেয়া ঘোষাল। উল্লেখ্য গত ৩১ মার্চ ঢাকায় একটি কনসার্টে গান করেন শ্রেয়া। এর আগেও একাধিকবার ঢাকায় গান গাইতে এসেছিলেন এ শিল্পী।
(Visited ১ times, ১ visits today)