আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপ রানার্স হয়েই সেমিতে খেলবে টাইগাররা। কার্ডিফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোখ জুড়ানো পারফরমেন্সে দুর্দান্ত জয়ের কারণেই সেমিতে খেলার আশা ধরে রেখেছিল টাইগাররা। এরপর গত ১০ জুন (শনিবার) ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে মাশরাফির দল।
এ অবস্থায় এখনই বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন টাইগার ক্রিকেটের ভক্তরা। কিন্তু অগণিত ভক্তদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আমাদের এখনই চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন না। বাংলাদেশ দলে অহেতুক কোন চাপ তৈরি না হলেই ভাল হবে। ছেলেরা চাপমুক্ত খেলতে পারলে খুশী হবো। আশা করছি ভালো কিছু হবে।’
ইংল্যান্ডের কাছে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে আর হারতে হয়নি তাদের। কারন বৃষ্টির কারনে অস্ট্রেলিয়া-বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠে বাংলাদেশের সামনে। সেমিতে খেলতে হলে কিউইদের হারাতেই হবে, এমন সমীকরণে বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মত জয় তুলে নেয় মাশরাফির দল। তাই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠে টাইগাররা।
এবারের আসরের সেমিফাইনালে ওঠাকে অনেক বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘এই গ্রুপে আমরা এশিয়ার বাইরের দলগুলোর সাথে খেলেছি। তাই এবার সেমিতে খেলতে পারাটা অনেক বড় অর্জন বটে। তা একটি ম্যাচ জিতেই হোক।’