জজ কোর্টে মডেল, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে দেখে অনেকেই চমকে গেছেন। তবে যারা জানেন, পিয়া এখন আইন পেশার মানুষ তারা খুব একটা অবাক হননি। সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন পিয়া। গত মার্চ মাসে লন্ডনে সমাবর্তন হয়েছে। মডেল পিয়া এখন পেশাদার আইনজীবী।
আগামী ২১ জুলাই বার কাউন্সিলের পরীক্ষা। এই পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এই মডেল। বর্তমানে সিনিয়র আইনজীবী লাকি রাফিজা আলমের সঙ্গে কাজ করছেন তিনি। রবিবার সকালে নিজের ফেসবুক পাতায় কোর্ট এলাকায় তোলা একটি ছবি প্রকাশ করেছেন পিয়া।
মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু পিয়ার। টিভি নাটকেও অভিনয় করেছেন। প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। আন্তর্জাতিক মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিদেশেও তার ব্যাপক পরিচিতি রয়েছে।
(Visited ৪ times, ১ visits today)