জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে।
সমঝোতার ফলে এখন থেকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার থেকে রাজস্ব বোর্ডের বিভিন্ন সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এ সমঝোতা স্মারক সই হয়। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় এটুআই প্রোগ্রাম ও জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(Visited ৫ times, ১ visits today)