বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টের অর্ধশতাধিক ভলান্টিয়ার বৃক্ষরোপন অভিযান নগরীর বিভিন্ন স্থানে পালন করে।গতকাল সকাল ১১:০০ টা থেকে শুরু করে বেলা ০১:০০ টা পর্যন্ত তাদের এই বৃক্ষরোপন কর্মসুচি চলে। ভলান্টিয়ার ফর বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টের কমিটি মেম্বার সামিরা নিপা ও মাজহারুল ইসলাম রিফাত জানান, নগরায়নের ফলে বৃক্ষ নিধন করা হচ্ছে ফলে ব্যাহত হচ্ছে পরিবেশ, তাই পরিবেশকে তার প্রাকৃতিক অবস্থা ফিরিয়ে দিতে আমাদের এই ক্ষূদ্র প্রয়াস।
(Visited ২ times, ১ visits today)