যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। অনন্য মামুন ও জয়দেব মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ ছবিতে কলকাতার নায়িকা শুভশ্রীর চাচার চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। এমনটাই জানালেন নির্মাতা অনন্য মামুন। আগামি ২০ জুন থেকে লন্ডনে শুটিং শুরু হবে ‘চালবাজ’ ছবির।
শুভশ্রী, মিশা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন শাকিব খান, ডন, শিবাশানু, রেবেকা, খরাজ মুখার্জিসহ অনেকে। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।
২০১৪ সালে অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে শুভশ্রী’র বাবার চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। এর পর যৌথ প্রযোজনার ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়েন মিশা। বেশ কিছুদিন তিনি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেননি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। যৌথ প্রযোজনার ছবি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন মিশার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় নতুন আলোচনা তৈরি করেছে। তবে মিশা এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।