রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
গত ম্যাচে খুলনাকে আদর করেই জিতিয়েছিল ঢাকা।।আজ তার প্রতিদান দিল খুলনা।।ঢাকাকে আদর করেই জিতাল তারা।।প্রথমে ব্যাট করে ঢাকা করে ৮ উইকেটে করে ১৪০ রান।।রুসেল ৪৬,,ব্রাভো ২৩ ও সাকিব ১৮ রান করেন।।খুলনার পক্ষে জুনায়েদ নেন ৪ উইকেট।।জবাবে ব্যাট করতে নেমে দাড়াতেই পারেনি খুলনা।।দড়াতে পারেনে বললে ভুলই বলা হবে।।দাড়াবার চেষ্টাই করেনি তার।।ব্যাটসম্যানদের অবহেলায় তারা অল আউট হয় মাত্র ৮৬ রানে।।ফ্লেচার করেন ২৮ রান,,আর হক করেন ১৪ রান।।ঢাকার পক্ষে রুসেল ও ব্রাভো ৩ টি করে উইকেট নেন।।এই জয়ের ফলে ফাইনালে চলে গেল ঢাকা।।আর খুলনার ফাইনালের অপেক্ষা বেড়েছে।। তাদের খেলতে হবে রাজশাহীর সাথে।।
(Visited ৯ times, ১ visits today)