শুক্রবার , ৯ জুন ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শুক্রবার ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৯, ২০১৭ ১:৫৭ পূর্বাহ্ণ

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা। ম্যাচটি দেখতে অধীর আগ্রহে থাকেন ফুটবলপ্রেমীরা। আগামীকাল শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আজেন্টিনা মহারণ। প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে।

এদগার্দো বাউজার বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন হোর্হে সাম্পাওলি। দলকে নতুনভাবেই সাজাতে চাইবেন তিনি। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই মিশন শুরু সাম্পাওলির।

সাম্পাওলির জন্য পরীক্ষাও বটে। কারণ দলকে নিয়ে যেতে হবে অনেক দূর। বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে জিততে চাইবেন সাম্পাওলি। কেননা বাছাইপর্বে খাদের কিনারে রয়েছে আর্জেন্টিনা। দল চাঙ্গা করতেই প্রস্তুতিটা ভালো হওয়া চাই আর্জেন্টাইনদের।

মর্যাদার লড়াইয়ের ম্যাচটিতে খেলতে পারছেন না ব্রাজিলের সুপারস্টার নেইমার। তবে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি খেলবেন। তিনি থাকবেন অধিনায়কের ভূমিকায়। হ্যাভিয়ের মাচেরানোকে পাচ্ছে না আর্জেন্টিনা। হাঁটুর ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

দুদলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল। ১০৩ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৪০ বার, আর্জেন্টিনার জয় ৩৭টিতে। ড্রয়ে শেষ হয়েছে ২৬টি ম্যাচ। সর্বশেষ পাঁচবারের দেখায়ও এগিয়ে ব্রাজিল। তিনটিতে জয় পেয়েছে সেলেকাওরা।

নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বে দুই দলের দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেলেকাওদের হয়ে গোল তিনটি করেন নেইমার, ফিলিপে কুটিনহো ও পাওলিনহো।

প্রসঙ্গত, আগামী ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। সেদিন লুইস সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি