নিজেস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ বাজাটে ধোয়াঁবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে বেলা ১১টায় তামাক বিরোধি নারী জোটের (তাবিনাজ) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্যাকেট , কৌটার ওজন ও খুচরা মূল্যের ওপর নির্দিষ্ট কর আরোপের দাবি জানানো হয়। নারীর স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভাপতি রনজিৎ দত্তের সভাপতিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এএমজি কবির বুলু, জেলা পরিষদ সদস্য মনোয়ারুল ইসলাম ওলি, তাবিনাজের বরিশাল প্রতিনিধি কাওছার পারভীন। আরও বক্তব্য দেন ডিএমইউএসের নির্বাহী পরিচালক সাধনা ব্যাপারি, ওআরডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন পান্নু, বিএমকেএসের সম্বনায়ক রফিকুল ইসলাম। বক্তারা সিগারেটের ক্ষেত্রে মূল্যস্তরভিত্তিক কর-প্রথা, বিড়ির ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা বাতিল করে কার্যকরভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করার দাবি জানান। তারা আর দাবি জানান, গুল-জর্দার ক্ষেত্রে এক্স-ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে প্যাকেট, কৌটা ওজন ও সাইজ অনুযাযী কার্যকরভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণের। বিশেষ করে নারী স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এবারের বাজেটের সংশোধনীতে জর্দা ও গুলের খুচরা মূল্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করার দাবি জানায় তারা।