ভারত ও নেপালের মতো এবার বাংলাদেশেও বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় টেলিভিশনের মান উন্নয়নে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবনায় তিনি বলেন, ‘আমাদের টেলিভিশন সিস্টেমের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা উন্নতি হবে, ম্যান্ডেটরি ডিজিটালাইজেশন অব কেবল টিভি নেটওয়ার্ক। আগামী বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে এবং দুই বছরের মধ্যে সব জেলা ও উপজেলায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
এতে সরকারের রাজস্ব বৃদ্ধি ছাড়াও বাংলাদেশ ডিজিটাল কেবলের চ্যানেল, সর্বোচ্চ মানের ছবি ও শব্দ এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে টেলিভিশন অনেক এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এদিকে টেলিভিশনের মানোন্নয়ন ও দেশি চ্যানেলের দর্শক বৃদ্ধিতে এ উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন টেলিভিশন কর্তৃপক্ষ ও শিল্পীরা। একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তারা।