শুক্রবার , ৯ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৬ বছর বয়সে ৫৩ বিজ্ঞাপনের মডেল সাহির!

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৯, ২০১৭ ১:২১ পূর্বাহ্ণ

ছোট্ট এই শিশুটি সাহির নামের পরিচিত হলেও তার পুরো নাম সাহির আমান চৌধুরী। মাত্র ৬ বছর বয়সেই ক্যারিয়ার তার দারুণ সাফল্যের। এরই মধ্যে দেশের শীর্ষ বিপণন পণ্য প্রাণ ললিপপ-চকোবিন, প্রাণ ফ্রুটো, আরএফএল কিডস চেয়ার, ডানো, হরলিক্স, পেপসোডেন্ট, রানার মোটর সাইকেল, গোল্ডমার্ক বিস্কুটসহ ৫৩টি বিজ্ঞাপনের মডেল হয়েছে সাহির।

শুধু বিজ্ঞাপন নয়, সাহির কয়েকটি ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছে। সেসব হাউজের বিলবোর্ড মডেল, র‌্যাম্প শো’র স্টপার হিসেবে কাজ করছে। এছাড়া চ্যানেল আইয়ের বিগ বাজেটের মেগা সিরিয়াল ‘সাত ভাই চম্পা’তে রাজপুত্রের চরিত্রে অভিনয় করছে। একইসঙ্গে রেদওয়ান রনির ‘ক্যান্ডি ক্রাশ’ ধারাবাহিকে অভিনয় করছে।

২০১৪ সালের নভেম্বর মিডিয়াতে কাজের প্রথম সুযোগ পায় সাহির। এরপর মাত্র আড়াই বছরে ৫৩টি বিজ্ঞাপনে কাজ করে হইচই ফেলে দিয়েছে সাহির।

বড় হয়ে আমি একজন অভিনেতা হতে চাই। এছাড়া আমার ইচ্ছে আছে নির্মাতা হওয়ার। অভিনয়ের চেয়ে আমি পরিচালক হওয়াকে প্রাধান্য দেব।’ সাহির আরও জানায়, ‘এখন সবাই আমাকে খুব আদর করে। কোলে নেয়, আমার সঙ্গে সেলফি তুলতে চায়। আমাকে ‘ক্ষুদে স্টার’ বলে। আমার কাছে এটা খুব ভালো লাগে। অনেকেই আমাকে বলেন, বেবি ইউ আর অ্যা গুড অ্যাক্টর।’

সাহিরের জন্ম ২০১১ সালের মে মাসে, রাজধানীর মিরপুরে। ঢাকা আইডিয়াল প্রিপারেটরি স্কুলে ক্লাস ওয়ানে উঠবে সাহির। তার বাবার নাম আমানউল্লাহ আমান চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী এবং মায়ের নাম শামসুনাহার সুরভী।

সাহির সম্পর্কে তার মা সুরভী জাগো নিউজকে বলেন, ‘আদমান রুশো এবং মাকসুদুল হক ইমু ভাই এই দু’জনের হাত ধরে সাহির মিডিয়াতে কাজ শুরু করে। এখন সে খুব আগ্রহ নিয়ে কাজ করে। একেবারে নিজের ইচ্ছেয় সে সব কাজ করে। ও যখন বড় হবে তখন সে নিজে যেটা ভালো মনে করবে সেটাই হবে। আমাদের দোয়া সবসময় তার ওপর থাকবে।’

সাহিরের পছন্দের অভিনেতা কলকাতার জিৎ। জিৎ কি খায়, কি পরে, কিভাবে চলাফেরা করে সবকিছু অনুসরণ করে সাহির। আর দেশের মধ্যে শাকিব খানকে খুব পছন্দ করে সাহির। এছাড়া তামিম ইকবাল, সাকিব আল হাসানের সঙ্গে বিভিন্ন তারকার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে খুব খুশি সাহির।

সাহিরের মায়ের ভাষ্য, একবার এক ছবির শুটিং দেখার সময় শাকিব খান সাহিরকে কোলে নিয়ে অনেক আদর করেছিলেন। অপু তখন পাশ থেকে বলেছে, শাকিব তোমার পরবর্তী প্রজন্মের নায়ক হবে সে!’

সাহিরের মা সুরভী বলেন, ‘বর্তমানে সে বেশকিছু ফ্যাশন হাউজের ঈদ কালেকশনের ফটোশুটের কাজ করছে। এরমধ্যে রয়েছে টপ টেন, ওয়েস্টউড, শৈশব, র-নেশন ইত্যাদি।’

ছেলে হিসেবে শান্ত আর দুষ্টু স্বভাবের মিশেলে সাহির। তার মা সুরভি বলেন, ‘সাহিরের মধ্যে সবরকম গুণ দেখতে পাই। কখনও শান্ত, আবার কখনও দুষ্টু। লেখাপড়ায় খুব ভালো সাহির। বিশেষ কোনো কারণ ছাড়া কখনও স্কুল মিস দেয় না। শুটিংয়ে ওকে আমি নিয়ে যাই। ওর বাবারও পূর্ণ সাপোর্ট আছে। সে তো তার ছেলের কাজে ফিদা! সবমিলিয়ে আমার ছেলেটা খুব লক্ষ্মী।’

ছোট সাহিরের ভবিষ্যৎ যেন মিডিয়াতে উজ্জ্বল হয় সেজন্য সকলের সহযোগিতা আর দোয়া চেয়েছেন সাহিরের মা শামসুনাহার সুরভী। সাহিরের জন্য শুভকামনা।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে না আসলে জীবনে অপূর্ণতা থেকে যেত : প্রণব মুখার্জি

বরিশাল সাংবাদিক পরিষদ

জাতীয় পরিবেশ পদক পাওয়ায় জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল সাংবাদিক পরিষদ।।

বরিশালে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদকে বিআরইউ’র সংবর্ধনা

সহজতর উপায়ে কাঙ্খিত সেবা প্রদানের জন্য নিত্য নতুন উদ্ভাবন বা আবিষ্কারের কোন বিকল্প নেইঃপুলিশ কমিশনার বিএমপি

‘ভবিষ্যতে সব মন্ত্রণালয়ের কাজ হবে ৪ ভবনে’ : গণপূর্তমন্ত্রী

খালেদা চান ক্ষমতার ভারসাম্য