যশোর অফিস : ট্রাফিক পুলিশের অফিসে ঢুকে তিন পুলিশ সদস্যকে মারপিঠ করার অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার (৭ মে) দুপুরে শহরের সুভাস চন্দ্র রোডস্থ ট্রাফিক অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে।
যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ফজলুল করিম জানান, দুপুরে মেজবাহউদ্দিন সুমনসহ তিনজন শহরের মনিহার এলাকা দিয়ে একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মুস্তাফিজ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ দেখতে চান। কিন্তু তারা দেখাতে ব্যর্থ হলে মোটরসাইকেলটি আটক করা হয়। এ ঘটনার পর সুমন ও যশোর জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রওশন ইকবাল শাহীর নেতৃত্বে একদল যুবক ট্রাফিক পুলিশ অফিসে হানা দেন। তারা সার্জেন্ট মুস্তাফিজকে না পেয়ে কনেস্টেবল ইকলাসুর, নূরুল ইসলাম ও মফিজুর রহমানকে মারপিঠ করে। এসময় তারা অফিসের বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে চলে যায়।
পরে, অফিসে ডেকে এনে সুমনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপার্দ করা হয়েছে।