আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১২ জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। ওইদিন মিলবে ২১ জুনের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৯ জুন থেকে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার (৭ জুন) বিকেল ৩টায় রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক একথা জানান।
তিনি জানান, প্রতিবারের মতো এবারো দশ দিন আগে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন পাওয়া যাবে ২২ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে টিকিট মিলবে ২৫ জুন পর্যন্ত। ৩০ রোজা হলে ২৬ জুনের টিকিট বিক্রি হবে ১৭ জুন। ফিরতি টিকিট মিলবে ১৯ জুন থেকে। প্রতিদিন সকাল ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হবে টিকিট বিক্রি কার্যক্রম।
(Visited ২ times, ১ visits today)