ফোনের নেটওয়ার্ক পেতে অবশেষে মই বেয়ে গাছে চড়তে হলো ভারতের কেন্ত্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে।
জানা গেছে, ভারতের রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে কিছুতেই মোবাইল ফোনে কথা বলতে পারছিলেন না তিনি। অগত্যা মই বেয়ে গাছ উঠে নেটওয়ার্ক পান তিনি। এভাবেই মোবাইলে কাজের কথা সারেন।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রোববার নিজের নির্বাচনী কেন্দ্র রাজস্থানের বিকানেরের ধুলিয়া গ্রামে সভা করছিলেন অর্জুন। শুনছিলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা। এরমধ্যেই একজন তাকে গ্রামের হাসপাতালের দুরবস্থার কথা জানান। অভিযোগ তোলেন, স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত নার্স নেই।
এরপরেই মন্ত্রী এক স্বাস্থ্য আধিকারিককে ফোন করতে যান। সমস্যাটি টের পান তখনই। কিছুতেই পাচ্ছিলেন না মোবাইলের সিগন্যাল। সেসময় এক গ্রামবাসী মেঘওয়ালকে গাছে ওঠার পরামর্শ দেন। খুঁজে নিয়ে আসা হয় বিশাল এক মই। ওই মইয়ে চেপেই এক আধিকারিককে ফোন করেন মন্ত্রী।
সেই ফোন করতেই তার নাস্তানাবুদ অবস্থা। প্রায় গাছে চড়ে অর্জুনের এই ফোন করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওকে হাতিয়ার করে গোটা দেশে মোবাইল নেটওয়ার্কের দুরবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিকাঠামো নেই, অথচ ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে কেন্দ্রীয় সরকারের এত প্রচার কেন, উঠছে সেই প্রশ্নও।
তবে, মোবাইল নেটওয়ার্কের সমস্যাটি নজরে আসতেই অর্জুন উপস্থিত আধিকারিকদের ওই এলাকায় আগামী তিনমাসের মধ্যে মোবাইল টাওয়ার এবং বিদ্যুতের খুঁটি বসানোর নির্দেশ দেন। এ জন্য ১৩ লক্ষ টাকা বরাদ্দও করেন তিনি। -সংবাদমাধ্যম
ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://youtu.be/HJCB6gf52yo
https://youtu.be/HJCB6gf52yo?t=1