প্র্যাকটিসেই প্রাণ হারালেন আইভরি কোস্টের মিড-ফিল্ডার চিয়েক তোতের৷ সোমবার চীনের ক্লাবের হয়ে প্র্যাকটিস করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩০ বছরের প্রাক্তন নিউক্যাসেল মিডিও৷
নিউক্যাসেল ইউনাইটেডের প্রাক্তন মিড ফিল্ডার চলতি বছরেই চীনের দ্বিতীয় ডিভিশন ক্লাব বেজিং এন্টারপ্রাইজের সই করেন তোতে৷ এদিন প্র্যাকটিসে হঠাৎ অজ্ঞান হয়ে যান৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত্য বলে ঘোষণা করেন৷তোতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিউক্যাসেল ইউনাইটেডের কোচ রাফায়েল বেনিতেজ৷
তার এজেন্ট এমানুয়েল পাল্লাডিনহো বিবৃতি দিয়ে জানান, ‘আমার ক্লাইন্ট চিয়েক তোতে মারা গিয়েছে৷ বেজিং এন্টারপ্রাইজ ক্লাবের হয়ে ট্রেনিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়৷’ দিদিয়ের দ্রোগবার দেশের বছর তিরিশের এই ফুটবলার আইভরি কোস্টের হয়ে ২০১০ ও ২১৪ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন৷ ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যাচও খেলেন তিনি৷ এছাড়াও ২০১০ থেকে চলতি বছর শুরু পর্যন্ত ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসেলের হয়ে খেলেছিলেন তোতে৷