বুধবার , ৭ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

লাইসেন্স-ফিটনেসবিহীন নৌযান নেই: নৌমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৭, ২০১৭ ১২:৪২ পূর্বাহ্ণ

দেশে এখন কোনো লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন নৌযান নেই বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে সরকারি দলের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন  তিনি।নৌপরিবহনমন্ত্রী বলেন, লঞ্চ চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তর ফিটনেস দেয়। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং টাইম টেবিল দেয়। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই।

প্রায় প্রতিবছরই ঈদের আগে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ফিটনেস না থাকার কারণে নৌযান দুর্ঘটনা ঘটে। এবার আসন্ন ঈদুল ফিতরের ১৯/২০ দিন আগেই দেশে ফিটনেসবিহীন নৌযান নেই বলে জানালেন মন্ত্রী।

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালিবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল করে উল্লেখ করে শাজাহান খান বলেন, এলাকায় পণ্য পরিবহন ও যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে এসব নৌযান বন্ধ না করে আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে বর্ষা মৌসুমে ছয় হাজার কিলোমিটার ও শুষ্ক মৌসুমে সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। এসব নৌপথে চলাচল করা নিবন্ধিত নৌযানের সংক্যা ১০ হাজার ৭০০।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি