জলপরী
_____ওবায়দুল হক
গভীর রাতে জলপরীদের সাথে
বেরাতে যাবো সমুদ্রে ,
জলপরীদের বলে দিবো হাতের কাঁকন পায়ের নূপুর সামলে নিতে
নূপুরের ধ্বনি বিষের বাণী
হাতের কাঁকনে না ফেরার রাস্তা জেনে যাবে সকলে
মনের আকাশে জমানো মেঘ মিলিয়ে দিতে চাই সেথা
আমি ডুবে থাকতে চাই সমুদ্রের দেশে ;
কোন ঘাতকে ছুরি নেই যেখানে !
গোটা সমুদ্র হবে সখের এ্যকুরিয়াম
মৎসকূল নিয়ে আমি অন্দোলনে বেরিয়ে পরবো অলি-গলিতে
পবিত্র চাঁদের আলোয় আর কোন পাপাচার নয় সমুদ্র করিব জয়
ছিদ্রঝিনুক কুড়িয়ে সমুদ্র জলে সেফটিপিন দিয়ে আলপনা এঁকে যাবো চলমান পথে !
কোন ডুবো জাহাজ যেন ফের অঘাত না করে আমি জেগে থাকবো
আমি আর তলিয়ে যেতে চাইনা কোন গভীর আঘাতে
আমি অনেক কষ্টে জলপরীদের মানিয়ে নিয়েছি ;
আর পারবোনা ফিরে যেতে
বাতাসের দেশে , প্রতারণার দেশে
লালসার রাজনীতির দেশে
যেখানে বেদনার অত্মাগুলো বাতাসে ভেসে বেরয়
সেখানে আর নয় !
(চলমান)
০৩-০৬-২০১৭
(Visited ৬৭ times, ১ visits today)