মঙ্গলবার , ৬ জুন ২০১৭ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আমরা ভাগ্যবান, অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য: মাশরাফি

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৬, ২০১৭ ১১:৪২ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভালে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমরা ভাগ্যবান, অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। এ রকম একটি ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া ভাগ্যের বিষয়। এই এক পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সোমবার লন্ডনের ওভালে চ্যাম্পিয়নস ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে মাত্র ১৮২ রান তোলে বাংলাদেশ।

সহজ টার্গেটের পথে হাঁটতে যেয়ে ১৬ ওভারে এক উইকেটে ৮৩ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর নামে ঝুম বৃষ্টি। আর চার ওভার খেলা হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয় পেত স্মিথের দল। নিজেদের প্রথম ম্যাচেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয়েছিল তাদের।

প্রতিপক্ষের এমন অবস্থায় মাশরাফি কিছুটা ব্যথিত, ‘অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। অন্যদিকে আমাদের আশা বেঁচে থাকায় আমরা ভাগ্যবান।’

সেমিতে যেতে হলে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে পরের ম্যাচে হারতে হবে। ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে মাশরাফির দল।

‘আমরা সম্প্রতি আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি। তাই পরের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’ বলেন মাশরাফি।

বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু তামিম। তিনি একা করেন ৯৫, বাকিরা মিলে করেন ৮৭। প্রথম ম্যাচে দেশসেরা ওপেনার করেছিলেন ১২৮।

তামিমের এমন ব্যাটিংকে বিস্ময়কর বলছেন বাংলাদেশ দলপতি, ‘তামিম দারুণ ব্যাট করেছে। কিন্তু কোনও সমর্থন ছিল না। তাদের বোলাররাও ভালো করেছে। এর ভেতর তামিম বিস্ময়কর ব্যাটিং করে গেছে।’

মাশরাফি আশা করছেন সামনের ম্যাচেও এই ধারা অব্যাহত থাকবে, ‘আশা করি সে এটা বজায় রাখবে, সেই সঙ্গে অন্যরাও তাকে যথাযথ সঙ্গ দিতে পারবে।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত