কর কমিশনার কর অঞ্চল-৭, ঢাকা এর অধীনে লোকবল বাড়ানোর জন্য সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ পদে মোট ৩১ জনকে নিয়োগ দেয়া হবে।
কোন পদে কত জন : কর কমিশনারের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর ১ জন, উচ্চমান সহকারী ৩ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৬ জন, গাড়িচালক ৩ জন, নোটিশ সার্ভার ১ জন, অফিস সহায়ক ৫ জন এবং নিরাপত্তা প্রহরী ৯ জনসহ মোট ৩২ কে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা : কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীর সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার দেয়া হবে)। অপারেটরস অ্যাপ্টিচুড টেস্টে উর্ত্তীণ হতে হবে।
উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীর সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। গাড়িচালক হিসেবে নিয়োগে পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস সহ ভাড়ি ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নোটিশ সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ১ মে, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও টাংগাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নোটিশ সার্ভার, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাংগাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, অনলাইনে আবেদন করা যাবে ১৪ জুন, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : পদগুলোতে আবেদনের জন্য http://taxeszone7.teletalk.com.bd এ ঠিকানায় প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম পূরণের পর আবেদনকারী একটি টংবৎ ওউ পাবেন।
টংবৎ ওউ নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদের জন্য ১০০ টাকা ও অন্য পদের জন্য ৫০ টাকা এসএমএস করে পাঠাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং আবেদনপত্রের প্রিন্টকপিসহ সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
নিয়োগ ও বেতন-ভাতা : প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাবেন। এক্ষেত্রে কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা। উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অন্য পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা পাবেন।
যে কোনো তথ্যের ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও টেলিটক মোবাইল থেকে ১২১ ফোন করে সাহায্য নিতে পারেন।