রির্পোট:জাকারিয়া আলম দিপু.
আগামী ১০ ডিসেম্বর শনিবার মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কালপুর’। বরিশাল শহরের প্রান কেন্দ্র অশ্বিনী কুমার টাউনহলে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কালপুর’। বাবলু হাসানের কাহিনী অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ছবিটি নির্মাণ করেছেন তারেক খান। ছবিটি প্রযোজনা করেছেন রিমিয়াজ রাখি ও সম্পাদনা করেছেন আদনান খান।বরিশাল শহর, রায়পাশা কড়াপুর গ্রাম ও কুঠিবাড়ির জঙ্গলসহ বিভিন্ন লোকেশনে টানা ১০ দিন ছবিটির শুটিং করা হয়।স্বল্পদৈর্ঘ্য ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপু হাফিজুর রহমান, বাবলু হাসান, মারুফ হোসেন, ইমি ইসলাম, সাগর দত্ব, নূসরাত ই মুনা, মো:রিয়াজুল, নিবিড় ও আহমেদ সাকিব।এছাড়া অভিনয় করছে কড়াপুরের খোকন চেয়ারম্যান।ছবিটির ক্যামেরায় পিছনে যাদের অবদান দূজয়, আকাশ, নাঈম ও তানভীর।।স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে স্পোন্সার করেছে ইউরো টেলবিডি।
ছবিটির গল্প নিয়ে ছবির কাহিনীকার ও অভিনেতা বাবলু হাসান বলেন, “এটি খুব সাধারণ এবং পরিচিত একটি গল্প। যে কারো জীবনেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। গল্পটা গড়ে উঠেছে শহরতলির এক খলনায়ক আদিকে নিয়ে। একসময় সেই দাম্ভিক খলনায়কের পতন ঘটে। তবে ছবির গল্পটা এখানেই শেষ হচ্ছে না। সামনেই আসবে ছবিটির সিক্যুয়াল ‘কালপুর-২’। সিক্যুয়ালের মাধ্যমেই শেষ হবে কালপুর ছবির গল্প। আমরা অনেক পরিশ্রম করে ছবিটি নির্মাণ করেছি। দর্শক ছবিটি দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”
১০ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘কালপুর’ ছবিটির আটটি প্রদর্শনী হবে অশ্বিনী কুমার টাউন হলে। প্রদর্শনীর আগে টাউন হল থেকে টিকেট সংগ্রহ করা যাবে। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
টিকেট এর যোগাযোগ – ০১৭৭২৭৯৫৯১২