মঙ্গলবার , ৬ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফলের খোসার গুণাগুণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৬, ২০১৭ ১:১৯ পূর্বাহ্ণ

বেশিরভাগ মানুষই ফলের খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা খেতে অভ্যস্ত৷ অথচ অনেক ফলের ক্ষেত্রে খোসাতেই নাকি রয়েছে আসল খাদ্য উপাদান৷ চলুন জেনে নিই সেরকম কিছু ফল ও তার গুণের কথা৷

প্রচুর পুষ্টি উপাদান থাকে খোসায়

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তা আজ আর কারো অজানা নয়৷ তবে প্রায় সকলেরই নজর থাকে শুধু ফলের ভেতরটার দিকে৷ ফলের ওপরের খোসা ছাড়িয়ে তা ফেলে দেয়া হয় ডাস্টবিনে, যা খুব বড় ভুল৷ কারণ খোসাতেই রয়েছে আসল পুষ্টি বা খাদ্য উপাদান৷ এ কথা জানালেন, জার্মানির হানোফার বিশ্ববিদ্যালয়ের ফল উৎপাদন ও বাগান বিষয়ক বিভাগের প্রধান ডা. মরিৎস৷

কমলার খোসার কথা

কমলার খোসা সরাসরি খাওয়া সম্ভব নয় তা ঠিক, তবে রান্না বা বেক করার সময় সহজেই তা ব্যবহার করা যায়৷ এমনকি কমলার খোসাগুলো শুকিয়ে রেখে তা সারা বছর চায়ের মতো পানীয় হিসেবেও কাজে লাগানো যায়৷ এতে সুগন্ধ ছাড়াও যথেষ্ট ভিটামিন ‘সি’ থাকে৷

কিউয়ি

কিউয়ির অপর নাম ভিটামিন ‘সি’ বোমা, যার আসল জন্ম নিউজিল্যান্ডে৷ কিভির খোসায় রয়েছে প্রচুর আঁশ, যা পেটের সমস্যা দূর করে হজমে সাহায্য করে৷ কিউয়ির খোসা খাওয়ার আগে অবশ্যই ফলের ওপরের চুলগুলো ছোট্ট ব্রাশ দিয়ে ফেলে নেবেন৷

অ্যাভোকাডো

অ্যাভোকাডোর খোসায় রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড ও মিনারেল৷ আরো আছে ভিটামিন এ, সি, ডি, কে, ই এবং ফ্যাটি অ্যাসিড৷ এই ফলের খোসা সরাসরি খাওয়া না গেলেও বেক করে কিংবা ভেজে ভালোভাবেই খাওয়া যায়৷

কাকি

কমলা রঙের ফল কাকি-তে রয়েছে ভিটামিন ‘ই’ ও আরো কিছু ভিটামিন৷ যদিও কাকি ফল কোনো সমস্যা ছাড়া খুব সহজেই খোসাসহ খাওয়া যায়, তারপরও অনেকে কাকি খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন৷

ফলের রাজা আম

নানা স্বাদের, নানা রঙের এবং বিভিন্ন সাইজের রসালো, মজার আম খেয়ে বাঙালিরা অভ্যস্ত, তবে অবশ্যই খোসা ছাড়া৷ আমের খোসা বা চামড়া সরাসরি খাওয়া না গেলেও আমের চাটনি বা রস কিন্তু বাড়তি ভিটামিন গ্রহণের জন্য সহজেই খোসাসহ খাওয়া যায়৷

আপেল

জার্মানদের প্রিয় ফল আপেল৷ এ ফল সারা বছরই বাজারে পাওয়া যায়৷ জার্মানদের প্রায়ই খোসাসহ আস্ত একটি আপেল হাতে নিয়ে খেতে দেখা যায়৷ কারণ আপেলের খোসায় থাকে প্রচুর ভিটামিন৷ তবে আপেলকে লোভনীয় ও আকর্ষণীয় দেখানোর জন্য অনেকক্ষেত্রেই নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে৷ তাই আপেল ভালো করে ধুয়ে-মুছে খাওয়া উচিত৷

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি