রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
মেয়েদের এশিয়া কাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশের মেয়েরা।। আজ ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি গ্রাউন্ডে বাংলাদেশের মেয়রা ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে শ্রীলঙ্কার কাছে।।টস জিতে প্রথমে বল করে শ্রীলঙ্কা।। ২০ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে সংগ্রহ করে ৯৩ রান।। সানজিদা ৩৫ ও সায়লা করেন ২৫ রান।।জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে এই রান টপকে যায় শ্রীলঙ্কা।।আতাপাত্তু ৩৯ ও মেন্ডিস ২৪ রান করেন।।বাংলাদেশের পক্ষে রুমানা ২ উইকেট নেন।।আগেই এই টুনামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।।
(Visited ৪ times, ১ visits today)