রির্পোটঃ মোঃ শাহাজাদা হিরা।
বরিশালের ঐতিহ্যবাহী জেলখাল সহ বরিশালের মৃতপ্রায় তেইশটি খাল পুনরুদ্ধার এবং কীর্তনখোলা নদী সহ বিভিন্ন পাবলিক ইজমেন্ট উদ্ধার এবং পরিবেশ বান্ধব বরিশাল গঠনে অবদান রাখায় পরিবেশ সংরক্ষন ও দূষন নিয়ন্ত্রণ (ব্যক্তিগত পর্যায়ে) “জাতীয় পরিবেশ পদক ২০১৭ পেলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। গতকাল ৪ জুন রবিবার, সকাল ১০টা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৭ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পরিবেশ পদক ২০১৭ গ্রহণ করেন বরিশালের জেলা প্রশাসক । স্বপ্নদর্শি তরুণ ও যুব সমাজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্বুদ্ধ করে তাদেরকে সাথে নিয়ে পরিবেশ সংরক্ষন ও দূষন নিয়ন্ত্রণে কাজ করেছেন তিনি। এরই অংশ হিসেবে এবছর জাতীয় পরিবেশ পদকে ভূষিত হন। এরই মধ্যে তিনি নান সম্মাননা ভূষিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ যুক্ত হলো অতি উচ্চ এক জাতীয় সম্মাননা ‘জাতীয় পরিবেশ পদক ২০১৭।