নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে মার্কেটিং বিষয়ের ওপর রবিবার এক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) ‘ এর আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে ‘টিচিং মেথডস অ্যান্ড অ্যাসেস্টমেন্ট অব লার্নিং’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. আব্দুল মালেক, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অধিবেশনে ‘ডিফাইনিং মার্কেটিং ফর নিউ রিয়েলাইটিস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।
কর্মশালায় প্রধান বক্তা প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘বিশ্বায়ন, প্রযুক্তির উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার পরিবর্তিত অবস্থায় বাজারজাতকরণের ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে। সহস্রাব্দের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বাজারজাতকারীতে দ্রুত পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করতে হবে।’
প্রথম অধিবেশনে নির্ধারিত আলোচক ছিলেন প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, ড. রিয়াদ চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মান্নান, ভাইস-চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সমীর কুমার শীল, ঢাকা সিটি কলেজের প্রফেসর ড. মো. আব্দুল হাই। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ মার্কেটিং বিষয়ের ৩০ জন কলেজ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।