তবে তাই হোক
…………………আর.এম।
তবে তাই হোক
চলো দুজনে হারিয়ে যাই
কোন এক অচেনা পথে,
দুষ্ট হাওয়ায় মিষ্টি মিষ্টি প্রেম
উড়িয়ে দেই চলোনা
আবেকহীন এই রাতে।
কোথা থেকে শুরু
শুধুই যে উরু উরু
যত আবান্তর শোক,
রাত ঘুমহীন কষ্ট রঙিন
সব কিছু ভুলে যাবো এবার চলে
তবে তাই হোক।
(Visited ১১ times, ১ visits today)