বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে রবিবার (৪ জুন) ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে মন্ত্রিপরিষদ সদস্য, এমপি, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সংগঠনের সদস্যদের ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
(Visited ৪ times, ১ visits today)