অবান্তর প্রশ্ন………………..আর.এম।
……………………………..
বলনা আমায় এ কোন খেলা
রাত্রি কেন কালো?
সূর্যিমামা কোথা থেকে
পায় যে এত আলো?
পশুপাখি কয়না কথা
মানুষ কেন কয়?
বলনা তোরা আমায় এসব
কেমন করে হয়?
দুধ কেন হয় এমন সাদা
আবার মরিচ কেন ঝাল?
কুল বড়ই পাকলে কেমনে
হয় যে এত লাল?
বাতাস আমার গায়ে লাগে
দেখিনা কেন তারে?
নদী কেমনে এপার ভেঙে
ওপার আবার গড়ে?
রোদের আকাশ কেমন করে
ঢেকে ফেলে মেঘ?
এসব কিছু জানতে আমার
ভীষণ আবেগ।
……………………….
……………………….
(Visited ১১ times, ১ visits today)