‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
বৃহস্পতিবার (০১ জুন) বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিলা স্কুলের হলরুমে এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.শহিদুজ্জামান।
জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়েরতত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন– বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ খন্দোকার অলিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) মো. আবুল কালাম তালুকদার ও বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনাইয়াসমিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
(Visited ১০ times, ১ visits today)