বলিউড তারকা শাহরুখ খান প্যারিসে বিমান দুর্ঘটনায় মারা গেছেন- এমন একটি সংবাদ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করার জন্য, কেউ কেউ সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ফ্রান্সের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নাকি শাহরুখের মৃত্যুর খরব জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। পরে জানা গেছে পুরোটাই গুজব।
বিমান দুর্ঘটনার শাহরুখের মৃত্যুর খবর গুজব হলেও শুটিং সেটে তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। গতকাল বুধবার পরিচালক আনন্দ এল রাইয়ের ছবির শুটিং চলছিল ফিল্ম সিটিতে। সেখানে শুটিং করছিলেন শাহরুখ। সেই সময় আচমকা শুটিং সেটের ওপর ছাদ ভেঙে পড়ে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনায় শুটিংয়ের দুজন সদস্য আহত হয়েছেন। আপতত ওই স্টুডিওতে দুই দিনের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহের শেষে আবার শুটিং শুরু হবে।
(Visited ২ times, ১ visits today)