জাতীয় বাজেট বাংলাদেশ সরকার প্রণীত একটি বার্ষিক দলিল যাতে রাষ্ট্রের সাংবাৎসরিক আয়-ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়। বাজেট ইংরেজী শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ “থলে” বা ইংরেজীতে Bag। অতীতে থলেতে ভ’রে এটি আইন সভা বা সংসদে আনা হতো বলে এই দলিলটি ‘বাজেট’ নামে অভিহিত হয়ে আসছে। জাতীয় বাজেটের মূল অংশ দুটি । প্রথম অংশ রাজস্ব আদায় সংক্রান্ত। এই অংশে সরকারের রাজস্ব ব্যবস্থা ও আদায় সংক্রান্ত প্রস্তবসমূহ বিবৃত থাকে দ্বিতীয় অংশে থাকে সরকারী ব্যয়ের প্রস্তাব সমূহ। প্রতি বৎসর একটি আইনপ্রস্তাব বা “বিল” আকারে জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
বাংলাদেশের বাজেট প্রণয়ন করা হয় ১২ মাসের জন্য যা চলতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বৎসরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে। প্রতি বছর জুন মাসে বাংলাদেশের জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারের পক্ষে অর্থমন্ত্রী বাজেট বিল পেশ করেন। এর আগে এই বাজেট বিল ক্যাবিনেট সভায় বিবেচনা ও অনুমোদন করা হয়।
অর্থ বছর | ঘোষণার তারিখ | মোট আকার (কোটি টাকায়) | ঘোষক |
---|---|---|---|
১৯৭২-৭৩ | ৩০ জুন ১৯৭২ | ৭৮৬ | তাজউদ্দিন আহমেদ |
১৯৭৩-৭৪ | ১৪ জুন ১৯৭৩ | ৯৯৫ | তাজউদ্দিন আহমেদ |
১৯৭৪-৭৫ | ১৯ জুন ১৯৭৪ | ১০৮৪.৩৭ | তাজউদ্দিন আহমেদ |
১৯৭৫-৭৬ | ২৩ জুন ১৯৭৫ | ১৫৪৯.১৯ | ডক্টর এ আর মল্লিক |
১৯৭৬-৭৭ | ২৬ জুন ১৯৭৬ | ১,৯৮৯.৮৭ | জিয়াউর রহমান |
১৯৭৭-৭৮ | ২৫ জুন ১৯৭৭ | ২,১৮৪ | জিয়াউর রহমান |
১৯৭৮-৭৯ | ৩০ জুন ১৯৭৮ | ২,৪৯৯ | জিয়াউর রহমান |
১৯৭৯-৮০ | ২ জুন ১৯৭৯ | ৩,৩১৭ | ড. মীর্জা নুরুল হুদা |
১৯৮০-৮১ | ৭ জুন ১৯৮০ | ৪,১০৮ | এম সাইফুর রহমান |
১৯৮১-৮২ | ৬ জুন ১৯৮১ | ৪,৬৭৭ | এম সাইফুর রহমান |
১৯৮২-৮৩ | ৩০ জুন ১৯৮২ | ৪,৭৩৮ | আবুল মাল আব্দুল মুহিত |
১৯৮৩-৮৪ | ৩০ জুন ১৯৮৩ | ৫,৮৯৬ | আবুল মাল আব্দুল মুহিত |
১৯৮৪-৮৫ | ২৭ জুন ১৯৮৪ | ৬,৬৯৯ | এম সাইদুজ্জামান |
১৯৮৫-৮৬ | ৩০ জুন ১৯৮৫ | ৭,১৩৮ | এম সাইদুজ্জামান |
১৯৮৬-৮৭ | ২৭ জুন ১৯৮৬ | ৮,৫০৪ | এম সাইদুজ্জামান |
১৯৮৭-৮৮ | ১৮ জুন ১৯৮৭ | ৮,৫২৭ | এম সাইদুজ্জামান |
১৯৮৮-৮৯ | ১৬ জুন ১৯৮৮ | ১০,৫৬৫ | এম এ মুনিম |
১৯৮৯-৯০ | ১৫ জুন ১৯৮৯ | ১২,৭০৩ | ড. ওয়াহিদুল হক |
১৯৯০-৯১ | ১৪ জুন ১৯৯০ | ১২,৯৬০ | এম এ মুনিম |
১৯৯১-৯২ | ১২ জুন ১৯৯১ | ১৫,৫৮৪ | এম সাইফুর রহমান |
১৯৯২-৯৩ | ১৮ জুন ১৯৯২ | ১৭,৬০৭ | এম সাইফুর রহমান |
১৯৯৩-৯৪ | ১০ জুন ১৯৯৩ | ১৯,০৫০ | এম সাইফুর রহমান |
১৯৯৪-৯৫ | ০৯ জুন ১৯৯৪ | ২০,৯৪৮ | এম সাইফুর রহমান |
১৯৯৫-৯৬ | ১৫ জুন ১৯৯৫ | ২৩,১৭০ | এম সাইফুর রহমান |
১৯৯৬-৯৭(অন্তর্বর্তী) | ২০ জুন ১৯৯৬ | – | ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ |
১৯৯৬-৯৭(মূল) | ২৮ জুলাই ১৯৯৭ | ২৪,৬০৩ | শাহ এ এম এস কিবরিয়া |
১৯৯৭-৯৮ | ১২ জুন ১৯৯৭ | ২৭,৭৮৬ | শাহ এ এম এস কিবরিয়া |
১৯৯৮-৯৯ | ১১ জুন ১৯৯৮ | ২৯,৫৩৭ | শাহ এ এম এস কিবরিয়া |
১৯৯৯-০০ | ১০ জুন ১৯৯৯ | ৩৪,৫১২ | শাহ এ এম এস কিবরিয়া |
২০০০-০১ | ৮ জুন ২০০০ | ৩৮,৫২৪ | শাহ এ এম এস কিবরিয়া |
২০০১-০২ | ৭ জুন ২০০১ | ৪২,৩০৬ | শাহ এ এম এস কিবরিয়া |
২০০২-০৩ | ৬ জুন ২০০২ | ৪৪,৮৫৪ | এম সাইফুর রহমান |
২০০৩-০৪ | ১২ জুন ২০০৩ | ৫১,৯৮০ | এম সাইফুর রহমান |
২০০৪-০৫ | ১০ জুন ২০০৪ | ৫৭,২৪৮ | এম সাইফুর রহমান |
২০০৫-০৬ | ৯ জুন ২০০৫ | ৬১,০৫৮ | এম সাইফুর রহমান |
২০০৬-০৭ | ৮ জুন ২০০৬ | ৬৯,৭৪০ | এম সাইফুর রহমান |
২০০৭-০৮ | ৭ জুন ২০০৭ | ৮৭,১৩৭ | ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম |
২০০৮-০৯ | ৯ জুন ২০০৮ | ৯৯,৯৬২ | ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম |
২০০৯-১০ | ১১ জুন ২০০৯ | ১,১৩,১৭০ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১০-১১ | ১০ জুন ২০১০ | ১,৩২,১৭০ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১১-১২ | ৯ জুন ২০১১ | ১,৬৩,৫৮৯ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১২-১৩ | ৭ জুন ২০১২ | ১,৯১,৭৩৮ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১৩-১৪ | ০৬ জুন ২০১৩ | ২,২২,৪৯১ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১৪-১৫ | ০৫ জুন ২০১৪ | ২,৫০,৫০৬ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১৫-১৬ | ০৪ জুন ২০১৫ | ২,৯৫,১০০ | আবুল মাল আব্দুল মুহিত |
২০১৬-১৭ | ০২ জুন ২০১৬ | ৩,৪০,৬০৫ | আবুল মাল আব্দুল মুহিত |