পর্দা নেমেছে বার্সেলোনার ২০১৬-১৭ মৌসুমের। কোপা দেল রে’র ফাইনাল দিয়ে শেষ করেছে তারা মৌসুম। এখন মাস দুয়েকের বিরতি দিয়ে আবার শুরু করবে নতুন মৌসুম। ২০১৭-১৮ মৌসুম শুরু হতে দেরি থাকলেও ইতিমধ্যে উন্মোচিত হয়েছে তাদের নতুন জার্সি। প্রতিবারের মতো সামনের মৌসুমেও বদলে যাচ্ছে লিওনেল মেসিদের জার্সি। ঐতিহ্যবাহী নীল ও লালের লম্বা ডোরার মিশ্রনে এসেছে নতুনত্ব।
নতুন মৌসুমকে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে বার্সেলোনা। নতুন জার্সিতে কাতালান ক্লাবটির প্রতীক নীল ও লালের ডোরায় এসেছে অনেক পরিবর্তন। এমন নকশা আগে দেখা যায়নি তাদের জার্সিতে। জার্সির বাঁ দিকে ক্লাবের লোগো, আর ডানে জার্সি প্রস্তুতকারক নাইকির লোগো। মাঝ বরাবর রয়েছে নতুন স্পন্সর ‘রাকুতেন’-এর লোগো। কাতার এয়ারওয়েজের জায়গায় সামনের মৌসুম থেকে বসছে জাপানিজ এই অনলাইন শপিং ওয়েবসাইটটি। কলারে রয়েছে কাতালান পতাকার ছাপ।
গত মৌসুম শেষে কাতার এয়ারওয়েজের সঙ্গে স্পন্সরশিপের চুক্তির মেয়াদ শেষ হয় বার্সেলোনার। তার আগেই অবশ্য ‘রাকুতেন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্প্যানিশ ক্লাবটি।