বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
বুধবার জাতীয় সংসদে বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার (মহিলা আসন-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, এসব পাটপণ্য হলো-মিনারেল ওয়েল ট্রিটেড অয়েলট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সুতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।
দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে বিজেএমসির পাটগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২,৫৬,৪৬২ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় ৭৭১৮ মেট্রিক টন কম।
(Visited ৫ times, ১ visits today)